টিএন্ডটি গার্লস স্কুলে ডিজিটাল পাঠ্যক্রম উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

৪ মার্চ, ২০২০ ১৯:০৯  
রাজধানীর মহাখালীতে অবস্থিত  টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণিতে চালু হলো ডিজিটাল পাঠ্যক্রম। এর মাধ্যমে অ্যানড্রয়েড মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে প্রচলিত পাঠ্যসূচি সফটওয়্যারের মাধ্যমে কার্টুন, শব্দ অথবা গেম আকারে পাওয়ার সুযোগ তৈরি হলো ওই স্কুলের শিক্ষার্থীদের। বুধবার (৪ মার্চ) এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় সংসদ সদস্য আকবর হোসেন ফারুক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খান আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে মহাখালী টিঅ্যান্ডটি স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মন্ত্রী বলেন,পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত ডিজিটাল শিক্ষা কার্যক্রম প্রবর্তন করা হবে। এ বছর থেকেই এই প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের জন্য টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত জাতীয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষম করে গড়ে তোলা হবে।